বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গা বিএনপিতে কোন্দলঃ ষড়যন্ত্রমূলকভাবে কামালের বিরুদ্ধে পোস্টার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জানুয়ারী ৬, ২০২৫

বালিয়াডাঙ্গা বিএনপিতে কোন্দলঃ ষড়যন্ত্রমূলকভাবে কামালের বিরুদ্ধে পোস্টার
বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে। ইউনিয়ন বিএনপি'র নেতা কামালকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল পোস্টারিং করায় বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা ভালো চোখে দেখছেন না। ঘটনাটি দলের হাই কমান্ড কে অবহিত করা হয়েছে। যেকোনো মুহূর্তে দলেরও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে গ্রুপটি পোস্টারিং করে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে দায়িত্বশীল কর্তৃপক্ষ। 
থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এজাজুর রহমান শামীম বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের কোন অবস্থাতেই বরদাসত করা হবেনা। 
এদিকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মোল্লা বলেন, আমি বিএনপিতে ছিলাম বিএনপিতে আছি। এর বাইরে কেউ যদি কোন কিছু প্রমাণ করতে পারে তাহলে দলের  সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেব। তিনি দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে দলের হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
এদিকে বিএনপি নেতা কামাল হোসেন মোল্লার বিরুদ্ধে অনৈতিকভাবে পোস্টারিং করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়।
0 Comments